রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ

রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, রাজবাড়ী জেলা সদরের পাবলিক হেলথ মোড়ে -রাজবাড়ী সদর হাসপাতালের দক্ষিন পাশে অত্যন্ত মনোরম ও প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। ১৯৬৫ খ্রিঃ ৩.৯০ একর জমির উপর প্রতিষ্ঠিত জেলার একমাত্র সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। শুরুতে প্রতিষ্ঠানটি “ভোকেশনাল ট্রেনিং ইন্সটিউিট বা ভিটিআই ” নাম করনে ৪০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে। পরবর্তী কালে ১৯৮৬ সালে জাতীয় দক্ষতা মানে উন্নীত হয়।বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলা এবং দেশের বেশির ভাগ মানুষকে কারিগরি শিক্ষায় শিক্ষিত ও দক্ষ জনবলে পরিনত করার জন্য সাধারণ ও কারিগরি শিক্ষার সময়ে ১৯৯৫ সালে ২ বছর মেয়াদী এস.এস.সি (ভোকেশনাল) এবং ১৯৯৭ সালে এইচ.এস.সি(ভোকেশনাল) শিক্ষা কার্যক্রম চালু করা হয়। ২০০৩ সালে “ভোকেশনাল ট্রেনিং ইন্সটিউিট বা ভিটিআই ” “রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ” নামে পরিচিতি লাভ করে।